করোনা ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী
মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (০৪ মার্চ) তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রসঙ্গত, ২৭ জানুয়ারি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।