টমটমের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে পতেঙ্গায় লাশ হলেন চালক
নিজের টমটম গাড়ির ব্যাটারির চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় মোহাম্মদ হান্নান (২৭) নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে পতেঙ্গার মাইজপাড়া কন্ট্রোল মোড় মাবুদ কলোনীতে এ ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিক এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোহাম্মদ হান্নান ভোলা জেলার দৌলতখান থানার ছোটদলি গ্রামের মৃত আবুল কালামের পুত্র। তিনি মাইজপাড়া কন্ট্রোল মোড় মাবুদ কলোনীতে গ্যারেজের পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। নিহতের স্ত্রীসহ দুই মেয়ে রয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, মাইজপাড়া মাবুদ কলোনী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং গ্যারেজের মালিক মাবুদকে আটক করা হয়েছে।