পারকি সৈকতে মৃত ডলফিন, তীব্র দুর্গন্ধ
চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় দিকে ডলফিনটিকে পারকি সমুদ্র সৈকতের ক্রিস্টাল গোল্ড জাহাজের সামনে স্থানীয় লোকজন দেখতে পান।
ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং অর্ধগলিত ডলফিনের শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত ঝরছিল। স্থানীয়দের ধারণা, জাহাজের আঘাতে ডলফিনটি মারা গেছে। হয়তো আজ জোয়ারের সময় মৃত ডলফিনটি ভেসে এসেছে। প্রায় ৬ ফুট দীর্ঘ এ ডলফিনটির বিষয়ে বন বিভাগকে জানিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
সৈকতে আসা পর্যটকরা জানান, ক্রিস্টাল গোল্ড জাহাজের সামনে এসে দেখি মৃত ডলফিন। কাছে পৌঁছে দেখি মৃত ডলফিনটি পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয় চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ বলেন, সৈকতের চরে মৃত ডলফিনের বিষয়টি স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়েছে। সৈকত থেকে দ্রুত সরানো না হলে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে পুরো এলাকায়।