হাটহাজারীতে বজ্রপাতে ঠিকাদার নিহত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ মহসিন (৪১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ঠিকাদার। নিহত মহসিন চিকনদন্ডী ইউনিয়নের মৃত নাছের আহমদের ছেলে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে মহসিনের নিজবাড়ির পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।
নিহত মহসিনের প্রতিবেশী জিন্নাত আলী বাদশা জানান, দুপুরে মহসিন পুকুর পাড়ে গেলে বৃষ্টি নামে। বৃষ্টির সাথে বজ্রপাতও হয়। বজ্রপাতে মহসিন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে ফতেহাবাদ ক্লিনিকে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহসিন ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজনদের পাশাপাশি সারাদেশের ৯৬ বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মহসিন এক কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।