লে. কর্নেল মশিউর র্যাবের গোয়েন্দা প্রধান, চট্টগ্রাম অধিনায়ক লে. কর্নেল ইউসুফ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন র্যাব চট্টগ্রামের সদ্য বিদায়ী অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল। র্যাব-৭ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল এমএ ইউসুফ।
লে. কর্নেল মশিউর রহমান জুয়েল লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। লে. কর্নেল খায়রুল ইসলাম সেনাবাহিনতে ফিরে যাচ্ছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, এলিট বাহিনী র্যাবের গোয়েন্দা পরিচালক হিসেবে সোমবার (৪ অক্টোবর) বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল। এর আগে তাকে র্যাব সদর দপ্তরে পদায়ন করা হয়। তার স্থলে র্যাব-৭ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লে. কর্নেল এম এ ইউসুফ।
নতুন গোয়েন্দা প্রধান লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ তম বিএমএ লং কোর্স ও লে. কর্নেল এম এ ইউসুফ ৪৬তম লং কোর্সের কর্মকর্তা। ইতোপূর্বে দুই জনই বেশ সুনামের সাথে বাহিনীতে নিজ নিজ দায়িত্ব পালন করেছেন।