সিআরবি রক্ষায় আদালত পাড়ায় গণস্বাক্ষর শুরু
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, চট্টগ্রামের স্বার্থে সিআরবির প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে হবে। সিআরবির মতো একটি সংরক্ষিত এলাকা নষ্ট করার অধিকার কারো নাই। সিআরবি আমাদের প্রাণ। প্রাণ ছাড়া চট্টগ্রাম বাঁচবে না। সিআরবির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে-শহিদের কবরের উপরে চট্টগ্রামবাসী কোনো প্রাইভেট হাসপাতাল চায় না।
সিআরবি রক্ষায় নাগরিক সমাজ চট্টগ্রামে চলমান প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে আজ ২৪ মে আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে আইজীবীদের উপস্থিতিতে সি আর বি রক্ষায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ড. অনুপম সেন এসব কথা বলেন।
ড. সেন আরও বলেন, শতবর্ষী বৃক্ষরাজী পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্য মণ্ডিত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পায়তারা কোন ভাবেই চট্টগ্রামবাসী মেনে নেবে না।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিনের সঞ্চালনে অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহাফুজুর রহমান, রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুন চৌধুরী , অ্যাডভোকেট বদরুল আনোয়ার চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ মোক্তার আহম্মেদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ফারুক, অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট নাজমুল আহসান খান আলমগীর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ।
আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আক্তার কবির, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহ–সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আল মামুন, অ্যাডভোকেট কাজী নাজমুল হক, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট মোছাহের উদ্দীন বখতেয়ার, অ্যাডভোকেট রাশেদুল আলম রাশেদ, তানভীর আরাফাত, কামাল পারভেজ, আমিন মুন্না প্রমুখ।